সমুদ্রে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে দফায় দফায় বিলীন হয়ে যাচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ও একাধিক পর্যটক স্পট। ঝুঁকিতে রয়েছে ট্যুরিজম পার্ক, ট্যুরিস্ট পুলিশ বক্স, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। এই পরিস্থিতিতে ‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার শত মানুষ সৈকতে মানববন্ধন করেছে।
শনিবার বেলা ১১টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ক্ষতবিক্ষত মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর অপারেটর, ব্যবসায়ী, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমীর, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াত নেতা মাওলানা মো. মাইনুল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, শুঁটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সোহেল মাহমুদ, ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমিতির সভাপতি মাওলানা রেদোয়ানুল ইসলাম রাসেল ও ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামীম রেজা প্রমুখ।
বক্তারা সৈকতের ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, একটি সমন্বিত ও পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তিতে পর্যটন অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল