রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল গেটের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুমনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামে। তিনি পেশায় একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বন্ধুদের বরাতে জানা গেছে, সুমন শনিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে যান। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে অবস্থানকালে এক ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী সুমনের বাঁ পায়ের উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সুমনের বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ