কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের আড়াই কিলোমিটার এলাকায় আবারও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সাগর উত্তাল ও অমাবস্যাজনিত জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঢেউয়ের তীব্র আঘাতে সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এই ভাঙনের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত থেকে অন্তত ১০টি স্থানে সড়কের অংশ বিশেষ ভেঙে গেছে। এর আগে ২০২৩ সালের আগস্টে একই এলাকায় পূর্ণিমার জোয়ারের সময় ভাঙন দেখা দিয়েছিল। তখন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দীর্ঘ জিও ব্যাগ ফেলে মেরিন ড্রাইভ রক্ষার চেষ্টা করেছিল। কিন্তু গত মে মাসে আবারও ভাঙন দেখা দেয় এবং এবার তার চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ১ থেকে ৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, মোবাইলে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, কয়েকটি স্থানে মেরিন ড্রাইভের অংশ ঢেউয়ের ধাক্কায় ভেঙে গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন আহমদ জানান, ভাঙনের ফলে প্রায় এক-দেড় হাজার একরের বেশি জমি ও চাষাবাদ হুমকির মুখে পড়েছে। পানি ঢুকে গেলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি জেনেছি এবং কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি।”
বিডি প্রতিদিন/আশিক