কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্ন কুঁড়ি মিলনায়তনের হল রুমে একটি নাটিকা প্রদর্শন করা হয়।
শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন আ ন ম গোলাম মোহাইমেন, বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদসহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার প্রায় ৩ শতাধিক নারী পুরষ ও সুধীজন অংশ নেন। এতে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে দারিদ্রের উন্নয়নের কাজের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল