বগুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি শপথ পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। পরে বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তাঞ্জিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সুশাসন ও নৈতিকতা চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। জুলাই যোদ্ধারা হচ্ছে সেই পরিবর্তনের শক্তি, যারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজ পরিবর্তনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল