বহু প্রতিক্ষার পর অবশেষে হতে চলেছে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। আগামী ২০ আগস্টের মধ্যে সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ২৩ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্যাডে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় প্যাডে উল্লেখ করা হয়- উক্ত তারিখে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ভার্চুয়ালি উপস্থিতিতে সিলেট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার ভিত্তিতে আগামী ২০ আগস্টের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এর মাধ্যমে দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্খিত জেলা বিএনপির সম্মেলন।
এদিকে- হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের সিদ্ধান্তের তারিখ ঘোষণার পর পর নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। অনেকে সম্মেলনকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের উচ্ছাস প্রকাশ করছেন। বিএনপির নেতাকর্মীরা বলছেন- দীর্ঘদিন পর হলেও সম্মেলনের তারিখ ঘোষণায় চাঙ্গাভাব ফিরেছে তাদের মধ্যে। এছাড়াও আসন্ন সম্মেলনে প্রার্থী হতে ইতোমধ্যে অনেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে আগামী সম্মেলনে হবিগঞ্জ জেলা বিএনপির কর্ণধার হতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেন, আগামী ২০ আগস্টের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম বলেন- এই খবরে হবিগঞ্জ জেলা বিএনপি পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন আয়োজনের সিদ্ধান্তের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত- ২০১৯ সালের ২৪ এপ্রিল হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর কেটে যায় দীর্ঘ ৬টি বছর। ওই সম্মেলনে মোহাম্মদ আবুল হাশিম আহবায়ক, আলহাজ্ব জি কে গউছ সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোছা. শাম্মী আক্তারসহ ১২ জনকে যুগ্ম আহবায়ক করে ৪৬ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল