খোকন সোনার জন্মদিনে
দাদু দিলেন ঘড়ি
খোকাও দিলো দাদুকে এনে
একটি কাঠের ছড়ি।
সেই ছড়িটা পেয়ে দাদু
খুশি হলেন বেশ
দাদু নাতির ভালোবাসায়
মধুর পরিবেশ।
দাদু যখন গল্প বলে
তখন খোকা শোনে
মনের মাঝে দাদু হবে
স্বপ্ন শুধুই বোনে।
বলল খোকা দাদু হবো
তুমি হবে নাতি
বর্ষাকালে একই সাথে
ধরব দুজন ছাতি।