খোকন ভাবে হতাম যদি
বনের ছোট্ট পাখি,
বনেবাদাড়ে উড়ে উড়ে
করতাম ডাকাডাকি।
উড়ে যেতাম ডানা মেলে
হাওয়ার তালে তালে,
চুমু খেতাম ভেসে যাওয়া
ঠান্ডা মেঘের গালে।
ঘাসফড়িংয়ের সাথে সাথে
নেচে করতাম খেলা,
সুরে সুরে উড়ে উড়ে
কেটে যেত বেলা।
থাকত না যে মায়ের শাসন
ভয় ভরা সেই বুকে,
ইচ্ছেমতো সারাটা দিন
থাকতাম কত সুখে।