কোলা ব্যাঙের বিয়ে হবে
দিচ্ছে টোপর মাথায়,
গেট সাজাচ্ছে বাকি সব ব্যাঙ
ঝালর বেঁধে ছাতায়।
পোকামাকড় রান্না করতে
ব্যস্ত ব্যাঙের দল,
বিয়ে খেতে হাজির হলো
খেঁকশিয়ালের দল।
টুকটুকে লাল শাড়ি দিয়ে
সাজছে ব্যাঙের পাত্রী,
বৌকে নিতে হাজির হলো
কোলা ব্যাঙের যাত্রী।