আবাসভূমি, অলিগলি
বানের জলে ভাসে,
এমন দিনে গিয়ে দাঁড়াও
বানভাসিদের পাশে।
বিশুদ্ধ জল, খাদ্য, পোশাক
ওদের কিনে দিও,
সারাক্ষণই খোঁজ-খবর
তোমরা ওদের নিও।
মানবতার দাও পরিচয়
মুছো চোখের জল,
ভরসা দাও পাশে আছি
বাড়াও মনোবল।
জেগে উঠুক ওদের মনে
বেঁচে থাকার আশা,
বানবভাসিদের প্রতি থাকুক
সবার ভালোবাসা।