ভোর এসে খুলে দিয়েছে
রাতের পায়ে বেড়ি
দিকে দিকে সূর্যকিরণ-
পাখিদের প্রভাতফেরি।
ফুলখুকিরা ঘুমিয়ে ছিল
মেলল আলোয় চোখ
বলল বাতাস, নতুন দিনের
যাত্রা শুভ হোক।
প্রজাপতি মেলল পাখা
রঙের বাহার খুলে
ধরতে কিশোর সেই দিকেতে
ছুটল পড়া ভুলে।
স্নিগ্ধ হাওয়ায় দোদুল-
তুলছে দোপাটি চারা
ছুটছে মোরগ মাঠের দিকে
হয়ে আপনহারা।
বীজ নিয়ে চলেছে চাষি
রুইবে বলে মাঠ
ছড়ায় আঁকা নতুন দিনের
এটাই সহজপাঠ।