বাবা মানে অপার স্নেহের
পদ্ম ফোটা ঝিল,
বাবা মানে অনেক আশার
আকাশের ঐ নীল।
বাবার হাত ধরেই আমার
প্রথম স্কুলে যাওয়া,
বাবার কেনা আম, তরমুজ
মজা করে খাওয়া।
বাবা মানে যার কাঁধেতে
মাথা রাখা যায়,
বিপদ আপদ, ঝঞ্ঝা ঝড়ে
দাঁড়িয়ে থাকে ঠায়।
বাবার মতো আছে কেউ
এমন আপন জন?
বাবার দোয়া নিয়ে করি
মানুষ হবার পণ।