ব্যাঙ লাফায় পুকুর-ডোবায়
নতুন জলে ঢেউ,
বর্ষার ভয়ে বিড়াল লুকায়
আস্তে ডাকে মেউ।
মাছেরাও সব লাফায় দেখে
খোকাখুকু হাসে,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ব্যাঙাচিরা নাচে।
টেংরা লাফায় তিড়িং বিড়িং
পুঁটি মাছও সাথে,
চিংড়ি ওঠে গাছের পাতায়
সকাল বিকাল রাতে।
শিং মাছ তো পাকিয়ে চলে
মাগুর থাকে গর্তে,
পড়া রেখে উঠলাম আমি
মাছ ধরার শর্তে।