নেত্রকোনার কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি দুইটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বালু মান্দারা বিলে ফেলা হয়, যা নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়ায় এই অভিযান পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও আদালতের নির্দেশে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া একটি নৌকার মালিক ইমরান হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, জব্দকৃত দুই নৌকার প্রায় ৪শ’ ঘনফুট বালু তাৎক্ষণিকভাবে বিলে ফেলা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, ফসলি জমির পাশে বিলের ভেতর বালু ফেলায় তা কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা বলেন, বালু জব্দের উদ্যোগকে স্বাগত জানালেও সংরক্ষণ বা অপসারণের বিকল্প ব্যবস্থা না নেওয়ায় কৃষকদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
একজন কৃষক বলেন, “আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি, কিন্তু ফসলি মাঠে বালু ফেলে দিলে কৃষকের ক্ষতি হবে। ভবিষ্যতে যেন কৃষিজমির ক্ষতি না হয়, প্রশাসনের সেদিকে নজর দেওয়া উচিত।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, “আমরা অভিযান চালিয়ে দুই নৌকা বালু জব্দ করেছি এবং তাৎক্ষণিকভাবে তা বিনষ্ট করেছি।”
বিডি প্রতিদিন/হিমেল