নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।
এর আগে, রূপগঞ্জের জেড টেক্সটাইল এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামি হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৃত কফিলের ছেলে মো. হাসান (৩৫)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো। আব্দুল করিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবে জমির আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন। গত ১১ এপ্রিল সকাল ৯ টার সময় তার সাড়ে ৪ বছর বয়সী শিশু কন্যা বাসার পার্শ্বে সবুজের মুদি দোকানের সামনে গেলে মো. হাসান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মর্তুজাবাদ রাস্তার পাশে নির্জন স্থানে নিয়া জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে।
শিশুটি ভয় পেয়ে ডাক চিৎকার করিলে পথচারী লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং এসময় আসামি দৌড়ে পালিয়ে যায়। পথচারী লোকজন শিশুর বাবা-মাকে সংবাদ দিলে তারাসহ আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। পরে লোকজনের নিকট পলাতক আসামির নাম ঠিকানা জানতে পারেন। পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওআইসিতে ভর্তি করানো হয়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে এই সংক্রান্তে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ