সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।
বান্দরবান জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট (কেএসআই) মিলনায়তনে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট (কেএসআই) পরিচালক নু ক্রাচিং মারমাসহ সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কেএসআই হলরুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল