কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনাই ছিল প্রতিটি মানুষের মুখে। অপরদিকে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। সেই ধারাবাহিকতায় নববর্ষকে বরণ করতে কুষ্টিয়া জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে।
এদিন সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া পৌরসভা হতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ শোভা যাত্রায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন। পরে কালেক্টরেট চত্ত্বরে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। অপরদিকে কালেক্টরেট চত্ত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে বসেছে বৈশাখী মেলা।
বিডি প্রতিদিন/এএম