বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনায় বড় ভাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার বিকালে উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান।
মৃত দেলোয়ার হোসেন ফকির ওই গ্রামের ফকির বাড়ির সোহরাব ফকিরের ছেলে।
নিহতের ছেলে মো. ফয়সাল বলেন, 'চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের গরুর একটি বাছুর রয়েছে। ওই বাছুর ছেড়ে দিলে আমাদের বেঁধে রাখা বাছুরের সাথে মারামারি করে। বিকালে বাছুরটি ছেড়ে দেওয়ার পর আমাদের বাছুরের সঙ্গে মারামারি করতে আসে। তখন মা বলেন, বাছুর না ছাড়লে কী হয়? এতে চাচা-চাচি এসে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তারা মাকে মারধর করেন। বাবা এগিয়ে গেলে চাচা জাহাঙ্গীর এসে বাবার গলা চেপে ধরেন। এতে শ্বাস বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে।'
তবে গলা চেপে ধরার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, 'বাগবিতণ্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে ভাই দেলোয়ার হোসেন মারা গেছেন।'
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোববার ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/মুসা