আগামীকাল পয়লা বৈশাখ ও বাংলাদেশের সংবাদভিত্তিক প্রথম বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী)। বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন এই দুই মিলে এক জমকালো উৎসবের আয়োজন করা হয়েছে।
রবিবার একুশে টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এসব একথা জানান।
তিনি বলেন, এই উৎসবে ইটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও ১৪ এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের প্রেট্রোবাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্টসহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে। আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালিরও।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান বলেন, একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের একটি নাম। মুক্ত সাংবাকিতা ও সুস্থ বিনোদন নিয়ে একুশে টেলিভিশন এগিয়ে যাবে। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।
বিডি প্রতিদিন/এমআই