চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয়ের সাথে সাথে গান বাজনার মধ্য দিয়ে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে খনার মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনার কেন্দুয়া সীমান্তের দলপা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের ‘মঙ্গলঘর’ নামের একটি আড্ডা ঘরের উঠান মঞ্চে এই খনার মেলার আয়োজন করে মঙ্গলঘর পরিসর।
এ বছর দ্বিতীয় বারের মতো রবিবার সূর্যোদয়ে ভোরের হাওয়ায় খনার বচন উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় মেলার। দিনভর চলে ফোক গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইনের গীত, শ্লোক, খনার কৃষি সংক্রান্ত্র বচন, স্বাস্থ্য, পরিবেশ, জীবনসহ জ্যোতির্বিদ্যা নিয়েও হয় বিশেষ আলোচনা। এতে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনার স্থানীয় শিল্পীরা।
তারমধ্যে অন্যতম খনার মেলার আয়োজক দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, সংগীত শিল্পী কৃষ্ণকলি ও তার দল, সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ অনেকে।
‘চৈতে লতা বৈশাখে পাতা’ এই বচন গুলো তুলে ধরা এবং খনার মেলাটাও মানুষের সাথে মানুষের কথা বলার মেলা বলে উল্লেখ করেন আয়োজক সংগঠক কফিল আহমেদ। তিনি বলেন, জীবনের সাথ জীবনের দেখা হওয়ার জন্যই এই খনার মেলার আয়োজন করা হয়।
‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ খনার উপর এই প্রতিপাদ্য নিয়ে গানের ফাঁকে ফাঁকে উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহণে আলোচনা করেন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক লেখক-গবেষক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল