নোয়াখালী সদর উপজেলায় এক রিকশা চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়েছে। ঘটনার চার দিন পরও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রবিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করে। তারা পুলিশ সুপারকে একটি স্মারকলিপিও দেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইসগেট খালসংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিকশা চালক মো. বাবর হোসেন (১৮) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার মো. সেলিমের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, সাব্বির নামে স্থানীয় এক ব্যক্তির অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো বাবর। বুধবার রাত ১০টার পর থেকে সে নিখোঁজ ছিল। রাত ৩টার দিকে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে অপরিচিত এক ব্যক্তি ফোন রিসিভ করে জানায়, ফোনটি সোনাপুর জিরো পয়েন্টে রাস্তার ওপর পাওয়া গেছে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে বাবর তার অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
বৃহস্পতিবার, এক নারী শাক তুলতে গিয়ে উপজেলার ডাক্তার বাজার স্লুইসগেট খালসংলগ্ন কবরস্থানের পাশে বাবরের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে দিদারের অটোরিকশার মালিক সাব্বির ঘটনাস্থলে যায়। বাবরের গলায় শক্ত কিছু পেঁচানোর আঘাতের চিহ্ন ছিল। অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে গলায় শক্ত কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা স্বজনদের।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, অটোরিকশা চালক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল