শেরপুরে নিখোঁজের দুইদিন পর এক ভুট্টা ক্ষেত থেকে আনন্দ ইসলাম (২৫) নামে এক দিনমজুর যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। দুপুরে সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া একটি ভুট্টা ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া আনন্দ ইসলাম (২৫)শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসির ধারনা আনন্দকে খুন করা হয়েছে। পুলিশ ও পরিবারের জানা যায়, গত শুক্রবার শেরপুর সদরের ডাকপাড়ার বাড়ি থেকে বেড়ানোর কথা বলে আনন্দ ইসলাম বাড়ি থেকে বের হয়ে আসে। পরে আর সে বাড়ি ফিরেনি। সে মাঝেমধ্যেই সে বেড়াতে যাইত। তাই স্বজনরা খোঁজখবর নেয়নি। পরে ১৩ এপ্রিল সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে ওই মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। দুপুরের দিকে পরিবারের লোকজন মরদেহ করে।
শেরপুর সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।দ্রুত মূল রহস্য উদঘাটনের পথে রয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম