সিরাজগঞ্জে বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে একটি কারখানার মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার রামগাঁতি এলাকায় অবস্থিত এস, এম মদিনা পটেটো চিপস কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এ সময় নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটির মালিক একাব্বর আলী আলুর বদলে চিপস তৈরিতে ময়দা ব্যবহার করছিল। এছাড়াও চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রং ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানার মালিক একাব্বর আলী সর্তক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম