ফেনীর পরশুরামে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ মুহুরী নদীর সংযোগস্থলে টেকসই গার্ডার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
রবিবার সকালে পরশুরাম-সুবার বাজার সড়কে মুহুরী ব্রিজের পাশে পরশুরাম উন্নয়ন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। এবং স্থানীয় জনগণ এই মানববন্ধনে সমর্থন করেন।
উন্নয়ন ফোরাম সভাপতি মেহেদী হাসান সবুজের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম. এ. হাসান, মির্জানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন চৌধুরী, মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি শাহিদুল আবছার, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, সুবার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিমুল হক চৌধুরী, মির্জানগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, পরশুরাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শহিদ উল্লাহ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম ভূঁইয়া সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল, উন্নয়ন ফোরামের অফিস সম্পাদক শাকিব আজিজ, ক্রীড়া সম্পাদক শাহিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, পরশুরাম ও ফেনী জেলার সাথে মির্জানগর ইউনিয়নের সংযোগস্থল এই ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে মির্জানগর ইউনিয়নের সাথে পরশুরাম এবং ফেনী জেলার ৫০ হাজার মানুসের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।
এছাড়া ব্যবসা-বাণিজ্যে বিশাল ব্যাঘাত ঘটবে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বক্তারা দ্রুত এখানে টেকসই গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল