মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে জামায়াত আমির বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সকল পেশার মানুষ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন। গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। ঘটনার সাথে জড়িতদের অবশ্যই চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নিতে হবে। এই কর্মসূচির আয়োজকরা বারবার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ