নওগাঁর পোরশায় নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও রেজিয়া খাতুন (৫৮) নামে আপন দুই ভাই-বোনের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধারের ৭ দিন অতিবাহিত হলেও হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতদের বড় ভাই ফজলে আহম্মেদ গত সোমবার (৭ এপ্রিল) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, পোরশা সদরের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে রেজিয়া খাতুনের কোন সন্তান না থাকায় ও স্বামী পরিত্যক্তা হওয়ায় এবং নুর মোহাম্মদ ওরফে নুরুর স্ত্রী জীবিত না থাকায় ও তার একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় তারা দুই ভাই বোন একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। গত (৬ এপ্রিল) রবিবার দুপুরে ওই বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস সরিয়ে রেজিয়া খাতুনের লাশ ঘরের মেঝোতে পড়ে থাকতে দেখেন।
এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ রবিবার দিবাগত রাতে এসে একই বাড়ির পৃথক দুটি ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে। বেশ কিছুদিন ধরে জমি-জমা নিয়ে নুর মোহাম্মদ ওরফে নুরু ও রেজিয়া খাতুনের অন্যান্য ভাই বোন ও ওয়ারিশদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় নিহতদের বড় ভাই ফজলে আহম্মেদ গত সোমবার (৭ এপ্রিল) বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। কিন্তু হত্যার ৭ দিন পার হলেও হত্যার রহস্য উদঘাটন ও আসামিকে আটক করতে পারেনি পুলিশ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে আসেনি। তবে হত্যার রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/এএ