ইরানি রাষ্ট্রদূত মোঃ মানসুর চাভোসীর সাথে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চেম্বারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইরানি রাষ্ট্রদূত মোঃ মানসুর চাভোসী। বক্তব্যে ইরানী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক দীর্ঘদিনের। এদেশ থেকে প্রচুর পরিমাণ পাটের পণ্য ইরানে রপ্তানি করা হয়ে থাকে। বর্তমানে এর চাহিদা আরোও ব্যাপক। ইরানের রাজধানী তেহরানে প্রতি বছরই এক্সপো ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের অনেক দেশই অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে অংশগ্রহণ করতে এফবিসিসিআই এর মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। বর্তমানে অনলাইনের মাধ্যমে উভয় দেশের মধ্যে তথ্য আদান-প্রদান করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে ব্যবসায়ীক সুসম্পর্ক জোরদার করাই এর মূল লক্ষ।
সভায় চেম্বার পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ গোলাম কিবরিয়া বাহার ও মোঃ হাসান আলী আলাল। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর কোল্ড স্টোরেজের সত্ত্বাধিকারী মোঃ মনসুর রহমান, মামুন ব্রাদার্সের সত্ত্বাধিকারী মোঃ মুকুল হোসেন, কাফেলা কোল্ড স্টোরেজের সত্ত্বাধিকারী মোঃ শহীদ, উইন এগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকিউল ইসলাম, এম আর স্ট্রোরের সত্ত্বাধিকারী মোঃ মতিউর রহমান, পিকে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ আব্দুল মোত্তালিব, মিশু এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন, খান প্লাস্টিক এন্ড ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী সুলতান নাসির উদ্দিন খান রানা, গ্রীন প্লানেট ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ মতিউর রহমান, বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ রাঙ্গা ও মেসার্স রাজ ভান্ডারের সত্ত্বাধিকারী পরিমল কুমার প্রসাদ।