নেত্রকোনার খালিয়াজুরী হাওরে দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার জগন্নাথপুর ও বোয়ালী গ্রামের মাঝামাঝি নাওটানা এলাকায় ঘটনাটি ঘটে। ডাকাতরা নগদ টাকাসহ পাঁচ ভরি স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ যাত্রীদের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাওরের নাওটানা এলাকায় দুটি ট্রলারে ডাকাতরা হামলা করে। খালিয়াজুরী থানার ওসি বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চলছে।