গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। আদালতের নির্দেশে দাফনের প্রায় ১২ বছর পর কবর থেকে তোলা হয়েছে তাঁর লাশ। সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ গতকাল বিষয়টি নিশ্চিত করেন। শাহাবুল উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের শেখ খিজির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে মঙ্গলবার বিকালে কবরস্থান থেকে জামায়াত কর্মীর লাশ তোলা হয়। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। লাশের অংশবিশেষ সুন্দরগঞ্জ থানা পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় ১১ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নামে মামলা করেন।