দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের মূল ড্রেন অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ফলে হাসপাতাল ও আশপাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই হাসপাতালের ভিতর ও বাইরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্গন্ধে নাকাল হয় রোগী ও স্বজনরা। ভোগান্তিতে পড়ছে পথচারীরাও। পাশাপাশি হাসপাতালের দেয়ালগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া হাসপাতালের প্রবেশপথে বাজার বসানোয় রোগীবাহী গাড়ি ঢুকতেও সমস্যা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় কিছু লোক ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের মূল ড্রেনগুলো মাটি ভরাট করে দোকানঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। উপজেলা সদরের ওসমানপুরে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ড্রেন ও ফুটপাত দখলমুক্ত করতে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে। এখন সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জনস্বার্থ রক্ষায় দ্রুত অভিযান চালিয়ে হাসপাতাল এলাকার ড্রেন ও পথঘাট মুক্ত করার দাবি জনিয়েছেন স্থানীয়রা।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালের ড্রেনটি মাটি ভরাট করে লোকজন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় দেয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অল্প বৃষ্টিতেই হাসপাতালের ভিতর-বাইরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাজার বসার কারণে জরুরি রোগী বিশেষ করে ডেলিভারি ও দুর্ঘটনার রোগী হাসপাতালে প্রবেশে সমস্যা হচ্ছে। এটা চিকিৎসার জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং উপজেলার মাসিক মিটিংয়ে আবারও তোলা হবে।’ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি। ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালের ড্রেন দখল করে যারা অবৈধভাবে দোকানপাট করে আছে তাদের দুবার নোটিস করা হয়েছে। তারা তা গ্রাহ্য করছে না। এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা খুব দ্রুতই পদক্ষেপ নেব।’