ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০টি দোকান ও রাজবাড়ীর গোয়ালন্দে পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অরিয়েট জুট মিলে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনে ১২ থেকে ১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহম্মেদ। তিনি বলেন, ‘সন্ধ্যায় মিলের পেছনের বড় দুটি গুদামে আগুন লাগে। সেখানে ৩০-৩৫ মণ পাট মজুত ছিল।
ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলার কুটিবাজারে মঙ্গলবার রাতে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।