পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকার করে রান্নার ভিডিও ফেসবুকে পোস্ট করার দায়ে বায়েজিদ আমীন (২৭) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক এ অর্থদণ্ড দেন, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে। গতকাল উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।’