পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা। গতকাল সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন। তারা অভিযোগ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে আসন ভাগ করা হয়েছে, পাবনা-১-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। অবরোধে উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফকির, সাজেদুল ইসলাম বিপু, সালাউদ্দিন ইকবাল, আকশেদ আলী, মইন উদ্দিন খাজা প্রমুখ।