বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে স্বল্প আয় ও দুস্থ মানুষের জন্য ব্যতিক্রমধর্মী ‘এক টাকার বাজার’ এবং শ্রমজীবীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের মুক্ত বাজারের জুলাই চত্বর এলাকায় জেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে। এক টাকার বাজারে প্রতিজনকে দেওয়া হয়েছে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ প্যাকেট বিস্কুট।
এ ছাড়া প্রায় ৫০০ জন শ্রমজীবী ও দিনমজুরকে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল), জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন প্রমুখ।