কুড়িগ্রামের ফুলবাড়ী কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ কৃষককে এক কেজি করে পাটবীজ ও ১০ কেজি করে সার দেওয়া হয়েছে। ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ীর ইউএনও রেহেনুমা তারান্নুম।