প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণসহ ছয় দফা দাবি বাস্তবায়ন চান স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। গতকাল গাইবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন কমিটির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার, আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি স্বীকৃতি।