হবিগঞ্জ শহরে চুরির অপবাদে ১১ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শহরের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হককে আটক করেন স্থানীয়রা। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শহরের রাজনগরে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির ছাত্র নাঈম হাসান পাশে নির্মাণাধীন ভবনের ছাদে ঘুড়ি উড়াতে যায়। সেখানে একটি প্যান্টের বেল্ট পড়ে থাকতে দেখে সে। বেল্টটি হাতে নিলে ভবনের এক নির্মাণ শ্রমিক তাকে চুরির অপবাদ দিয়ে আটক করে। একপর্যায়ে এতিমখানা পরিচালনা কমিটির সদস্য ও ওই ভবনের মালিক নুরুল হক এবং জসিম মিয়া নামে আরেক ব্যক্তি তাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন।