ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহম্মদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সুজন শেখ, আওয়ামী লীগ কর্মী হাসিয়ার মাতুব্বর ও অরুণ চন্দ্র মণ্ডল। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক আইনে একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।