মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে।
জানা গেছে, সকালে পাঁচ্চর এলাকার রেললাইনের ওপর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর রেললাইনে একাধিক টুকরো হয়ে যাওয়া লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মার্গে পাঠিয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ‘ট্রেনে কাটা পড়েই মধ্যবয়স্ক ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ শনাক্তের চেষ্টা চলছে।’