কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে।
দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় মতবিনিময় সভার আয়োজন করেন। দুপুরে সভা শেষ হলে একদল যুবক চেয়ার-টেবিল ভাঙচুর চালায়। হামলায় সাংবাদিক ও নেতা-কর্মীসহ অন্তত ১০ জন আহত হন। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, এখনো হামলাকারীদের শনাক্ত করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।