গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনজু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রনজুর বাড়ি পাবনা জেলার সদর উপজেলার মজিদপুর এলাকায়। তিনি টঙ্গীর সাতাইশ গাজীপুরা এলাকার নাজমা সিকদারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। গত শুক্রবার মধ্যরাতে টঙ্গীর বাটাগেট এলাকার উড়াল সড়কের ওপর এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।