বন্দর থানার মামলায় ইকবাল (৩৬) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ইকবালকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২১ সালে বন্দরের কেউডালা এলাকা থেকে মাদকসহ ইকবালকে আটক করা হয়। এ ঘটনার মামলায় আদালত এ দণ্ড দেন।