নওগাঁর সদর উপজেলায় সড়ক থেকে অচেতন অবস্থায় ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে শহরের বাইপাস বরুনকান্দি মোড় থেকে তাদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শ্রমিকরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন বলে জানান নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী। তাৎক্ষণিক শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অচেতনরা সবাই পেশায় নির্মাণশ্রমিক। তারা ঢাকা থেকে ট্রাকে করে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। পথে ভোরে সাহরির খাবার খান। এর কিছুক্ষণ পরই তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের বরুনকান্দি মোড়ে ফেলে রেখে চলে যায় অজ্ঞান পার্টির লোকজন। সকালে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।