পিরোজপুরের ভান্ডারিয়ায় বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আবু সালেহ (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবু সালেহ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। আহত আবুল বাশার রুবেলের (২৭) একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, জমি ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।