বিনামূল্যের পাঠ্যবই বিক্রি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বই বিক্রির সময় এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বইসহ একটি ট্রাক আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান ও উপজেলা শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ ট্রাকসহ বই জব্দ করেন।