নীলফামারী জেলার ছয়টি উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি অবাধে কেটে বিক্রি হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা। অনেক আবাদি জমি পরিণত হচ্ছে অনাবাদিতে। কমছে ফসল উৎপাদন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, ফসলি জমির উপরিভাগের মাটিতে থাকে জিপসাম বা দস্তা। মাটি খাটায় এ উপকরণ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবাদি জমি। এ ছাড়া মাটিতে যে জীবাণু থাকে এবং অণুজীবের কার্যাবলী আছে তাও সীমিত হয়ে যাচ্ছে। ওপর থেকে ছয় ইঞ্চির পর যে মাটি থাকে, তাতে ফলন ভালো হয় না। এ কারণে জেলায় দিনদিন ফসলি জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। মাটির জৈব শক্তি কমে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ছে। এভাবে ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলে ধীরে ধীরে ফসল উৎপাদন ব্যাহত হবে। নীলফামারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, টাকার প্রলোভন দিয়ে জমি মালিকদের কাছ থেকে ফসলি জমির মাটি গভীরভাবে খনন করে নিয়ে যাচ্ছে। খনন করা জমিতে আর ফসল চাষের কোনো উপায় থাকে না। এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় ফসলি জমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়েছেন। জানা যায়, নীলফামারী জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নে। সরকারি নীতিমালার না মেনে এসব এলাকায় খননযন্ত্র ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ভাটায়। অভিযোগ আছে, বেশি টাকার লোভ দেখিয়ে ফসলি জমি ৭ থেকে ৮ ফুট গভীর করে মাটি কাটছেন ভাটামালিকরা। এতে পাশের জমি ধসে যাচ্ছে। ওইসব জমিতে ধানসহ অন্য ফসল আবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নিলে আগামীতে এ অঞ্চলে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতেও সুবিধা। এ ছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে মাটি কিনে নেয় একটি চক্র। এরপর তা বেশি দামে ইটভাটায় সরবরাহ করা হয়। সরেজমিনে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দেখা যায়, ফসলি জমির মাটি কেটে নেওয়ায় পাশের যেসব উঁচু জমি রয়েছে সেগুলোও ধসে পড়েছে। ওই গ্রামের কৃষক হারুন মিয়া বলেন, অতিরিক্ত গভীর করে মাটি কাটায় আশপাশের সব জমিই ঝুঁকিতে পড়েছে। এই এলাকার আবাদি জমিসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
নীলফামারীতে কমছে আবাদি জমি
♦ অবাধে কাটা হচ্ছে উপরিভাগের মাটি ♦ ক্ষতিগ্রস্ত কৃষক
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর