নীলফামারী জেলার ছয়টি উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি অবাধে কেটে বিক্রি হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা। অনেক আবাদি জমি পরিণত হচ্ছে অনাবাদিতে। কমছে ফসল উৎপাদন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, ফসলি জমির উপরিভাগের মাটিতে থাকে জিপসাম বা দস্তা। মাটি খাটায় এ উপকরণ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবাদি জমি। এ ছাড়া মাটিতে যে জীবাণু থাকে এবং অণুজীবের কার্যাবলী আছে তাও সীমিত হয়ে যাচ্ছে। ওপর থেকে ছয় ইঞ্চির পর যে মাটি থাকে, তাতে ফলন ভালো হয় না। এ কারণে জেলায় দিনদিন ফসলি জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। মাটির জৈব শক্তি কমে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ছে। এভাবে ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলে ধীরে ধীরে ফসল উৎপাদন ব্যাহত হবে। নীলফামারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, টাকার প্রলোভন দিয়ে জমি মালিকদের কাছ থেকে ফসলি জমির মাটি গভীরভাবে খনন করে নিয়ে যাচ্ছে। খনন করা জমিতে আর ফসল চাষের কোনো উপায় থাকে না। এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় ফসলি জমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়েছেন। জানা যায়, নীলফামারী জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নে। সরকারি নীতিমালার না মেনে এসব এলাকায় খননযন্ত্র ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ভাটায়। অভিযোগ আছে, বেশি টাকার লোভ দেখিয়ে ফসলি জমি ৭ থেকে ৮ ফুট গভীর করে মাটি কাটছেন ভাটামালিকরা। এতে পাশের জমি ধসে যাচ্ছে। ওইসব জমিতে ধানসহ অন্য ফসল আবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নিলে আগামীতে এ অঞ্চলে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতেও সুবিধা। এ ছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে মাটি কিনে নেয় একটি চক্র। এরপর তা বেশি দামে ইটভাটায় সরবরাহ করা হয়। সরেজমিনে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দেখা যায়, ফসলি জমির মাটি কেটে নেওয়ায় পাশের যেসব উঁচু জমি রয়েছে সেগুলোও ধসে পড়েছে। ওই গ্রামের কৃষক হারুন মিয়া বলেন, অতিরিক্ত গভীর করে মাটি কাটায় আশপাশের সব জমিই ঝুঁকিতে পড়েছে। এই এলাকার আবাদি জমিসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
নীলফামারীতে কমছে আবাদি জমি
♦ অবাধে কাটা হচ্ছে উপরিভাগের মাটি ♦ ক্ষতিগ্রস্ত কৃষক
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর