আইপিএল এবারের আসরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই হতাশ হলেন মুস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালস হেরে গিয়েছে গুজরাট টাইটান্সের কাছে। এই পরাজয়ের মাধ্যমে গুজরাট প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে, তবে দিল্লির সামনে এখনও প্লে-অফের স্বপ্ন টিকে রয়েছে।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে দিল্লি। লোকেশ রাহুলের শতকের উপর ভর করে দিল্লি পায় বড় সংগ্রহ। ৬৫ বলে ১১২ রান করে অপরাজিত ছিলেন রাহুল, তার পাশাপাশি পোরেল ৩০ রান করেন। গুজরাটের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন আরশাদ খান, প্রসিধ কৃষ্ণ এবং সাই কিশোর।
জবাবে গুজরাটের ওপেনার গিল এবং সাই সুদর্শন দিল্লির বোলারদের একদম পাত্তা না দিয়ে চমকপ্রদ ইনিংস উপহার দেন। গিল ৫৩ বলে ৯৩ রান এবং সুদর্শন ৬১ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। ১০ উইকেট হাতে রেখেই গুজরাট জয় পায়।
মুস্তাফিজুর রহমান এই ম্যাচে ছিলেন সবচেয়ে কম খরুচে, ৩ ওভার বল করে ২৪ রান দিয়েছেন টাইগার পেসার। তবে এই হারেও দিল্লির প্লে-অফে যাওয়ার সুযোগ এখনো রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা