চাঁদপুরে সড়কের ম্যানহোলে সৃষ্ট বিষাক্ত গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শহরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু রাহিম (৮)। তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, আহতরা ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়োগ্যাস বিস্ফোরণ ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা-ছেলেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, কীভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।