চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাসিরাবাদ দুলাহার উচ্চবিদ্যালয়টি ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। শ্রেণিকক্ষের টিনের চালা উড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। জানা যায়, গত শুক্রবার রাতে কালবৈশাখি ঝড়ে বিদ্যালয়ের মাটির তৈরি তিনটি ঘরের মধ্যে দুটির টিনশেড চালা পুরোপুরি উড়ে গেছে। মাটি ক্ষয়ে পড়তে শুরু করেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মণ বলেন, দরজা-জানালা, ফ্যান, টেবিল-চেয়ার, বেঞ্চ, বিদ্যুতের মিটারসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় মেরামত অযোগ্য ভবনে জোড়াতালি দিয়ে ব্যবহার উপযোগী করতেও অনেক টাকার দরকার। বিদ্যালয়টির তহবিলে তেমন কোনো অর্থ নেই।