ফেনী শহরের বড় বড় শপিং মলের পাশাপাশি ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদুল ফিতর ঘিরে শহরের দিঘিরপার এলাকায় নিম্নবিত্ত মানুষের এ বাজার এখন সরগরম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ফুটপাতের ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায়, নিম্নবিত্তের ঈদবাজারে ভিড় করছেন মধ্যবিত্তরাও। শহরের বাসিন্দা রাজিয়া বেগম বলেন, ‘মার্কেটে এখন ১ টাকার জিনিস ১০ টাকা। এজন্য এখানে (ফুটপাত) থেকে কিনতে এসেছি। টাকা তো হিসাবের, হিসাবের বাইরে খরচ করলে সংসার চালাতে টানাপোড়েন হবে। মেয়ে দুটিকে দুটি জামা কিনে দিতে পারলেই হয়।’ রাজাঝির দিঘির পারে কেনাকাটা করতে আসা এনজিও কর্মী শাহাদাত সাজু বলেন, ‘টাকা থাকুক আর না থাকুক, ছেলেমেয়ের ঈদের পোশাক না কিনলে কি হয়! মাসের শেষ সময় এখন। হাতে টাকা কম। ঈদ আইসা পড়তাছে, যেমন পারি সবাইরেই কিছু না কিছু কিনা দিমু।’ জুতার দরদাম করছিলেন শহরের বাসিন্দা নাছিমা আক্তার। তিনি বলেন, ‘শোরুমে ঢুকলেই বিশাল দাম বলে। দরদাম করতেও লজ্জা পাইতে হয়। এর চেয়ে ফুটপাতই ভালো।’